* গাংনী নিউজ *
আপনি জানেন কি? গাংনীতে গাংনী নিউজ নামে একটি দৈনিক অনলাইন পত্রিকা চালু হয়েছে। গাংনীর সব খবর তাৎক্ষনিক জানতে লগিন করুন www.gangninews.com এই ঠিকানায়। সারা বিশ্বের মানুষের কাছে গাংনীর সংবাদ ছড়িয়ে দিতে সবাইকে জানিয়ে দিন www.gangninews.com এই ঠিকানাটি। গাংনী নিউজ বস্তুনিষ্ঠ দৈনিক অনলাইন পত্রিকা।
উল্লেখ্য গত ৬ নভেম্বর ২০০৯ থেকে পত্রিকাটির যাত্রা শুরু হয়। www.gangninews.tk এই ঠিকানা নিয়ে, গত ২১ নভেম্বর ২০০৯ উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় শেষে পত্রিকাটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। অসংখ্য দর্শক এটি প্রতিদিন ভিজিট করার ফলে পত্রিকাটি ব্যাপক সাড়া জাগায়। সাইট এডমিন মিজানুর রহমান হেলাল ব্যক্তি গত প্রচেষ্ঠায় সাইটটি দির্ঘদিন চালানোর পর অনেকেই এগিয়ে আসেন এই সাইটটিকে টিকিয়ে রাখার জন্য। ফলে গত ৩১শে ডিসেম্বর পত্রিকাটি নিজস্ব রে:জি: www.gangninews.com নামে নিবন্ধিত হয়। এটি মেহেরপুর জেলার সর্বপ্রথম দৈনিক অনলাইন পত্রিকা। নিবন্ধনের পর গত ১লা জানুয়ারী ২০১০ তারিখে গাংনী উপজেলা ১ম গেটের অপজিটে বিশিষ্ট ব্যক্তিও সাংবাদিকদের উপস্থিতিতে অস্থায়ী ভাবে অন লাইন প্রত্রিকার অফিস উদ্বোধন করা হয়। পত্রিকাটিকে আরো বেশী জনপ্রিয় ও গতিশীল করে তুলতে আপনার সুচিন্তিত মতামত প্রদানের জন্য আমাদেরকে ইমেল করুন-gangninews@gmail.com এই ঠিকানায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন