GANGNI NEWS LIVE
সোমবার, ১৪ ডিসেম্বর, ২০০৯

ভাটপাড়া নীলকুঠি।






*l মেহেরপুর জেলার অন্যতম উলেস্নখযোগ্য নীলকুঠি গাংনী থানার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া নীলকুঠি

*l ১৮৫৯ সালে স্থাপিত ধ্বংস প্রায় এই নীলকুঠিটি ইট, চুন-শুরকি দ্বারা নির্মাণ করা হয়এর ছাদ লোহার বীম ও ইটের টালি দিয়ে তৈরীএই কুঠির পাশ দিয়ে বয়ে গেছে কাজলা নদী

মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০০৯

* গাংনী নিউজ *



আপনি জানেন কি? গাংনীতে গাংনী নিউজ নামে একটি দৈনিক অনলাইন পত্রিকা চালু হয়েছেগাংনীর সব খবর তাৎক্ষনিক জানতে লগিন করুন www.gangninews.com এই ঠিকানায়সারা বিশ্বের মানুষের কাছে গাংনীর সংবাদ ছড়িয়ে দিতে সবাইকে জানিয়ে দিন www.gangninews.com এই ঠিকানাটিগাংনী নিউজ বস্তুনিষ্ঠ দৈনিক অনলাইন পত্রিকা

উল্লেখ্য গত ৬ নভেম্বর ২০০৯ থেকে পত্রিকাটির যাত্রা শুরু হয়www.gangninews.tk এই ঠিকানা নিয়ে, গত ২১ নভেম্বর ২০০৯ উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় শেষে পত্রিকাটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে অসংখ্য দর্শক এটি প্রতিদিন ভিজিট করার ফলে পত্রিকাটি ব্যাপক সাড়া জাগায়। সাইট এডমিন মিজানুর রহমান হেলাল ব্যক্তি গত প্রচেষ্ঠায় সাইটটি দির্ঘদিন চালানোর পর অনেকেই এগিয়ে আসেন এই সাইটটিকে টিকিয়ে রাখার জন্য ফলে গত ৩১শে ডিসেম্বর পত্রিকাটি নিজস্ব রে:জি: www.gangninews.com নামে নিবন্ধিত হয়। এটি মেহেরপুর জেলার সর্বপ্রথম দৈনিক অনলাইন পত্রিকা। নিবন্ধনের পর গত ১লা জানুয়ারী ২০১০ তারিখে গাংনী উপজেলা ১ম গেটের অপজিটে বিশিষ্ট ব্যক্তিও সাংবাদিকদের উপস্থিতিতে অস্থায়ী ভাবে অন লাইন প্রত্রিকার অফিস উদ্বোধন করা হয়। পত্রিকাটিকে আরো বেশী জনপ্রিয় ও গতিশীল করে তুলতে আপনার সুচিন্তিত মতামত প্রদানের জন্য আমাদেরকে ইমেল করুন-gangninews@gmail.com এই ঠিকানায়



মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০০৯

অপেক্ষা করুন সম্পুর্ন লাইভ আপডেট দেখতে পাবেন।

এই পৃষ্ঠার কার্যক্রম চলছে অল্প কয়একদিনের মধ্যেই সম্পুর্ন লাইভ আপডেট দেখতে পাবেন